রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান করে বাগেরহাট ৪ আসনের সাবেক এমপি এড আমিরুল আলম মিলন (৭০) সহ ৯ জনকে গ্রেফতার করেছে ডিবি। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।
সোমবার রাতে রাজধানীর ইন্দিরা রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে।
এছাড়া ডিবির পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আরো ৮ জনকে গ্রেফতার করা হয়ছে ।
গ্রেফতারকৃতরা হলো পল্লবী থানা যুবলীগের সহ-সভাপতি কাজী মোঃ সারোয়ার জাহান মিঠু (৪২), যাত্রাবাড়ী ৬৩ নং সাবেক ওয়ার্ড কমিশনার মোঃ শফিকুল ইসলাম দিলু (৭২), শাহ-আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন (৩৫), রমনা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রধানীয়া (৪৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর পৌরসভার চেয়ারম্যান ও সদর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান (৭২), বংশাল থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ এমরান গোলদার (৪৫), বর্তমান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬২ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ তানভীর আহমেদ অন্তু (৩৫) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অরিত্র নন্দী (২৭)।
মিডিয়া উইং মুহাম্মদ তালেবুর রহমান জানান,গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।