ঢাকাFriday , 9 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. খেলাধুলা
  8. জনদূর্ভোগ
  9. জবস
  10. জাতীয়
  11. টেকনোলজি
  12. ধর্ম ও জীবন
  13. প্রধান সংবাদ
  14. বিনোদন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামীকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট

Link Copied!

নারী ও শিশু নির্যাতন দমন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামীকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট।
গ্রেফতারকৃত আসামীর নাম মো: শামীম খান (৩০)।
তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চিটুয়া নওয়া পাড়া গ্রামের কাঞ্চন খানের ছেলে।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি শিশু অপহরন, খুন, গুম মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ১ জন জেল পলাতক আসামী।

মামলার বিবরনে জানা যায়, ২০১৪ সালে আসামী মো: শামীম খান (৩০), শুকুর আলী (১২) নামের এক শিশুকে অপহরণ করে। এরপর ভিকটিমের পরিবারের নিকট হতে মুক্তিপণ দাবি করে। কিন্তু মুক্তিপণ না পেয়ে ভিকটিম’কে হত্যার পর লাশ গুম করে।
উক্ত ঘটনায় ভিকটিমের পিতা ফারুক বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে জেলা ও দায়রা জজ আদালত। বিচারিক কার্যক্রম শেষে আসামীকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। উক্ত মামলায় গ্রেফতার আসামী কাশিপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।

এটিইউ মিডিয়া উইং মাহফুজুল আলম রাসেল বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৬ আগষ্ট আসামী মো: শামীম খান জেল থেকে পালিয়ে যায়। পরে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।