রাজধানীর উত্তরায় দম্পতির উপর হামলার ঘটনায় জড়িত পুরো চক্রর ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ মোবারক হোসেন (২৫), রবি রায় (২২),মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)।
এ বিষয়ে ডিএমপি মিডিয়ায় এক সংবাদ সম্মেলন করেন উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার রওনক জাহান।
তিনি বলেন,মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে রামদা দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় গত মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বিকেলে উত্তরা থানা পুলিশ আব্দুল্লাহপুর পশ্চিম পাড়া এলাকা থেকে আসামি আলফাজ মিয়া ওরফে শিশিরকে গ্রেফতার করে। আলফাজের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ১৯ ফেব্রুয়ারি রাতে গাজীপুর কোনাবাড়ী থেকে সজিব নামে আরেক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় । তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক আসামী মেহেদী হাসান সাঈফকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করে পুলিশ। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার তুরাগ নদীর পাড় থেকে হামলার ঘটনায় রামদা দুটি উদ্ধার করা হয়। এ হামলার ঘটনায় ভিকটিম নাসরিন আক্তার ইপ্তি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মামলা সূত্রে জানা যায়,গত সোমবার (১৭ ফেব্রুয়ারি)রাতে মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি দম্পতি উত্তরা আমির কমপ্লেক্স থেকে বাসায় ফেরার সময় উত্তরা ৭ নং সেক্টরের ৯ নং রোডে আসলে বিকট শব্দ করে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল সামনে থাকা একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে করে রিকশায় থাকা যাত্রীর সাথে গ্রেফতারকৃত আসামি মোঃ মোবারক হোসেনের সাথে বাকবিতন্ডা হয়। তখন পিছনে থাকা ভিকটিম দম্পতি তাদের ঝামেলা করতে নিষেধ করে। নিষেধ করায় আসামীদ্বয় মেহেবুল দম্পতির সাথে দূর্ব্যবহার ও হামলা করে। আশে পাশে থাকা লোকজনের সহযোগিতায় ভিকটীমরা আক্রমণকারী একজনকে ধরে ফেলে ও তার মোটরসাইকেল আটক করে। পরে আক্রমণকারীদের ফোন পেয়ে তাদের সহযোগী কয়েকজন দেশীয় অস্ত্র রামদাসহ ঘটনাস্থলে আসে। কিছু না জেনে তারা রামদা দিয়ে মেহেবুল হাসানকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। স্বামীকে বাঁচানোর জন্য নাসরিন আক্তার ইপ্তি বাধা দিলে সন্ত্রাসীরা তাকেও রামদা দিয়ে আঘাত করে। এতে উক্ত দম্পতি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরে এলাকাবাসী দুজন সন্ত্রাসীকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মোবারক হোসেন ও রবি রায়কে আটক করে। এলাকাবাসীর সহযোগীতায় আহত দম্পতিকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে পুলিশ।