ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উওর ও দক্ষিণ এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ব্যানারে একটি মিছিল বের করেন। মিছিলটি পুরানা পল্টন মোড় হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পদক্ষিণ হয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম আতিকুল বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের হামলাকে মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে এর বিচার দাবি করেন।
তিনি শিশুসহ ফিলিস্তিনের নিরীহ নারী-পুরুষের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। অথচ জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের মতো সংগঠনগুলো ‘নীরবতা’ পালন করে আসছে। এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মুসলিম দেশগুলোকে এক হয়ে ইসরায়েল বি-র যুদ্ধের আহবান জানান।
আগামী শনিবার বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সকল উলামা ইকরামের আহবানে দল-মত নির্বিশেষে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে আহ্বান জানান।