২০১৮ সালের কোটা আন্দোলনে রাষ্ট্রের বিরুদ্ধে উসকানি দেওয়া রাষ্ট্রদ্রোহী মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার বিশেষ ট্রাইব্যুনাল ১৪ এর আদালত এই রায় দেন।২০১৮ সালের কোটা আন্দোলনের সময় রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর আইনে আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়।
মামলার সূত্রে জানাযায়,তিনি আন্দোলনকারীদের উসকে দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করেছিলেন ।
আমির খসরু বলেন,বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার কোনো শেষ নেই। কবে নাগাদ এসব মামলা থেকে মুক্তি মিলবে তাও অনিশ্চিত। তিনি আরও বলেন,বিএনপিই প্রথম দাবী করেছে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় গঠনের কেউ ব্যর্থ হলে তা বাস্তবায়ন করবে বিএনপি।
আমির খসরু’র আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন,দীর্ঘ শুনানি শেষে আদালত রাষ্ট্রদ্রোহী মামলা থেকে তাকে খালাস দিয়েছে। তারা আদালতে ন্যায় বিচার পেয়েছেন।