রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আধ ঘন্টা প্রচেষ্টায আগুন নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস।
এ সময় ভবন থেকে ৭ জন পুরুষ ৯ জন মহিলা ও ২ জন শিশুসহ মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া উইং মোঃ শাহজাহান মিয়া।
সোমবার সন্ধ্যায় এই আগুন লাগার সূত্রপাত ঘটে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১ ইউনিট পরে আরো ৮ ইউনিট আগুন নেভাতে কাজ করে। মাত্র আধ ঘন্টায় ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।