যাত্রাবাড়ী পরকীয়ার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্ত্রী। নিহতর নাম হুমায়ুন কবির (৪৪) তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার পরিবহন বিভাগের জলকামান ড্রাইভার হিসাবে কর্মরত ছিলেন।
গত সোমবার সকালে দয়াগঞ্জে নিজ বাসা থেকে নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতর ছোট ভাই মোঃ খোকন হাওলাদার (৩৯) বাদী হয়ে এজাহার নামীয় ৩ জন সহ অজ্ঞাতনামা আসামী করে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।
হত্যার অভিযোগে নিহত’র স্ত্রী সালমা বেগম (৩২) ও তার বান্ধবী মরিয়ম বেগম (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, নিহত হুমায়ুনের ছোট ভাই মামুনের স্ত্রী’র বড় ভাই রাজিব। নিকটতম আত্মীয় হওয়ায় প্রায়ই হুমায়ুনের বাসায় যাতায়াত করত।
আসা-যাওয়ার ফলে হুমায়ুনের স্ত্রী সালমা’র সাথে রাজিবের প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায় তারা শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়ে। স্ত্রীর পরকীয়া জানতে পারে হুমায়ুন। সন্তানদের কথা ভেবে স্ত্রীকে একাধিকবার বোঝানোর চেষ্টা করে। তারপরও তাদের সর্ম্পক চলমান রাখে।
উপয়ন্ত না পেয়ে, ২৫ এপ্রিল স্ত্রীর বড় ভাই হারুন, ফারুক, মানিকসহ অন্যান্যদের উপস্থিতিতে পারিবারিকভাবে শালিস বৈঠক করে হুমায়ুন ।
উক্ত শালিসে সালমা আর কোন অনৈতিক কর্মকান্ড করিবে না মর্মে জানায়।
শালিসির ৩ দিন পরে ২৮ এপ্রিল সকাল ভোরে নিজ বাসার নিচে হুমায়ুনের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন।
খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের গলায় কালো দাগ ও ডান চোখে আঘাতের চিহ্ন দেখা যায়।
ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হুমায়ুনের মরদেহ হস্তান্তর করে পুলিশ ।
তিনি স্ত্রী, ছেলে কাওসার হোসেন ইমন (১৩) ও মেয়ে তুবা (৭) সহ সপরিবারে দয়াগঞ্জ বসবাস করত।
এদিকে গ্রেফতারকৃত সালমা ও তার বান্ধবী মরিয়ম পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনা এবং কারা এই হত্যায় জড়িত সব ঘটনা স্বীকার করেছে।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার বলেন, সালমার সঙ্গে তার প্রেমিক রাজিবের সাথে এক থেকে দেড় বছর ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। পরকীয়ায় বাঁধা ও ক্ষোভের কারনে তাকে হত্যা করা হয়েছে ।
এ বিষয়ে ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ হারুন অর রশিদ বলেন, এটি পরকিয়া প্রেম থেকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত আমরা তার স্ত্রী এবং এক নারীকে গ্রেফতার করেছি। প্রেমিক রাজিবকে গ্রেফতারের চেষ্টা চলছে।