ঢাকাTuesday , 18 February 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. খেলাধুলা
  8. জনদূর্ভোগ
  9. জবস
  10. জাতীয়
  11. টেকনোলজি
  12. ধর্ম ও জীবন
  13. প্রধান সংবাদ
  14. বিনোদন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় তরুণ-তরুণীকে কোপানো ২ সন্ত্রাসীদের আটক করেছে পুলিশ

Link Copied!

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দুই তরুণ-তরুণীকে কোপানোর ভিডিও ছড়িয়ে পড়া দুইজনকে আটক করেছে পুলিশ। কোপানো দৃশ্যটি মূহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। আহত তরুণ-তরুনীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

আহত ভোক্তভোগীরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাৎক্ষণিক ভুক্তভোগীদের নাম পরিচয় জানা যায়নি।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত একজন দুই তরুণ-তরুণীকে রামদা দিয়ে কোপাচ্ছে। তখন তাদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাদেরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের সোপদ্দ করে।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত দুর্বৃত্তদের প্রাইভেটের সঙ্গে ভুক্তভোগীর মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি হয় এক পর্যায়ে গাড়ির ড্রাইভার ও তার সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তি গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এ সময় জনগণ অজ্ঞাত ওই দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। যার হাতে রামদা ছিল সে ওই গাড়ির ড্রাইভার।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আটককৃত সন্ত্রাসীরা হলো মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)। তাদের দুজনকে আটক করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।