মঙ্গলবার বিকালে রাজধানীর পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক সংবাদ সম্মেলন করে এই বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এসময়ে উপস্থিত বইটির লেখক ও অভিনেতা শিমুল খান। তিনি তার লেখা বইটি উৎসর্গ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলীকে।
নিজেকে উৎসর্গ করা বইয়ের মোড়ক উন্মোচন করতে গিয়ে বুবলী আনন্দে আত্মহারা হয়ে সাংবাদিকদের সামনে নিজের সরল মুগ্ধতা প্রকাশ করে বলেন তার আগ থেকে জানা ছিল না যে বইটি তাকে উৎসর্গ করা হয়েছে।
লেখক শিমুল খান বলেন, এটি তার দ্বিতীয় লেখা বই। আদর্শ সহকর্মী এবং মানুষ হিসেবে বুবলী অতুলনীয়। তার সুন্দর পথচলাকে আরো অনুপ্রাণিত করার জন্যই আমি আমার লেখা দ্বিতীয় বইটি শবনম বুবলীকে উৎসর্গ করেছি।
চলতি বই মেলার ৪২৬/৪২৭ নম্বর স্টলে মৌলিক উক্তিমূলক”চল্লিশ হাওয়া”বইটি পাওয়া যাবে।