ঢাকাFriday , 25 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. খেলাধুলা
  8. জনদূর্ভোগ
  9. জবস
  10. জাতীয়
  11. টেকনোলজি
  12. ধর্ম ও জীবন
  13. প্রধান সংবাদ
  14. বিনোদন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অনলাইন প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে এটিইউ

Link Copied!

অনলাইনে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার পৃথক দুটি অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থানার বছিলা ও নড়াইল জেলার কালিয়া থানাধীন রঘুনাথপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ।

গ্রেফতারকৃত হলেন, মোঃ সামিউল ইসলাম (৩১) ও মোঃ রুবেল আহম্মেদ শেখ।
গ্রেফতারকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১ টি ল্যাপটপ, ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এটিইউ মিডিয়া উইং মাহফুজুল আলম রাসেল জানান,ভুক্তভোগী মোঃ ফরিদ আহম্মেদ ২৫ সালে অনলাইনে বিভিন্ন প্রকার পন্যের বিজ্ঞাপন দেখে তা ক্রয় করতে অর্ডার করেন । তিনি পন্য কিনতে আটককৃতদের কাছে পন্যর নির্ধারীত মূল্য টাকা পাঠান। টাকা পেয়ে চক্রটি অর্ডারকৃত পন্য গুলো ক্রেতা ফরিদকে না দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। সেই সাথে তাদের মোবাইল ফোন বন্ধ করে আত্নগোপনে চলে যায়। দীর্ঘদিন তাদের ফোন বন্ধ থাকায় এটিইউ এর Inform ATU App-এ অভিযোগ করেন ভুক্তভোগী। পরে খুলনা জেলার ফুলতলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্রে ধরে এটিইউ’র একটি গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক চক্রের ২ সদস্যদের গ্রেফতার করে।

তিনি আরো জানান,চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে পণ্য বিক্রির বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।