ঢাকাSunday , 27 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. খেলাধুলা
  8. জনদূর্ভোগ
  9. জবস
  10. জাতীয়
  11. টেকনোলজি
  12. ধর্ম ও জীবন
  13. প্রধান সংবাদ
  14. বিনোদন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন গ্রেফতার

Link Copied!

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন আসামীকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গত শনিবার রাতে সাভার থানার হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ এনামুল হক (৪৮)।

তিনি ঠাকুরগাঁও জেলার
রাণীশংকৈল থানার মিরডাঙ্গী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ছোরহাব আলী।

এটিইউ মিডিয়া উইং মাহফুজুল আলম রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি দল ২৬ এপ্রিল তাকে গ্রেফতার করেছে। সে মাদক মামলায় যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার নামে বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে।

তিনি জানান, ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারী ঠাকুরগাঁও জেলার সিনিয়র দায়রা জজ বিচারকার্য শেষে আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানপূর্বক গ্রেফতারি পরোয়ানা জারী করেন। তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।