বগুড়ার নিশিন্দারা পশ্চিমপাড়ায় আবু সাঈদ (৩২) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ স্থানীয় ইউসুফ আলীর ছেলে এবং পেশায় অটোভ্যান ও রিকশা গ্যারেজের মালিক ছিলেন। সম্প্রতি তিনি বালুর ব্যবসাও শুরু করেছিলেন।

নিহতের ভাই রিপন জানান, রাত ১২টার পর অজ্ঞাত পরিচয়ের কেউ তাকে মোবাইল ফোনে ডেকে বাইরে নিয়ে যায়। ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে ফেলে রেখে যায়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানিয়েছেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।