হত্যা মামলার জেল পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী শেরপুর জেলার নালিতাবাড়ীর থানাধীন বাগিচাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ গিয়াস উদ্দিন প্রকাশ গেসু (৫৫)।
সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোছাঃ শিরিন আক্তার জাহান, এন্টি টেররিজম ইউনিট।
সূত্রে জানাযায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ২৩ সালের ২৫ ডিসেম্বর গ্রেফতারকৃত আসামী ও সহযোগীরা নালিতাবাড়ী বাগিচাপুর গ্রামের আঞ্জুমানারা খাতুনকে তুলে নিয়ে যায়। ঐ দিন রাতে পাশ্ববর্তী একটি পুকুর পাড়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এসময়ে আঞ্জুমানার আর্তচিৎকারে এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৩ সালের ২৯ ডিসেম্বর আঞ্জুমানারা মৃত্যু হয়।
মৃত্যুর ঘটনায় নিহতর মেয়ে বাদী হয়ে নালিতাবাড়ী থানায় গেসু ও তার স্ত্রীকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলায় গেসুকে আটক করে পুলিশ। বর্তমানে মামলাটি বিচারাধীন চলমান রয়েছে।
কিন্তু ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে আসামী গিয়াস উদ্দিন প্রকাশ গেসু শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যান। পরে এটিইউ গোয়েন্দা তথ্যের ফলে আসামী গেসুকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।